ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 10:46 AM, 08 January 2025.
Digital Solutions Ltd

ট্রাম্পকে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

Publish : 10:46 AM, 08 January 2025.
ট্রাম্পকে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

ট্রাম্পকে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাঁকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। কংগ্রেসের এক যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ট্রাম্পের কাছে হেরে যান। 

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজকে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। আমাদের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কংগ্রেস। মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন। চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট আর কমলা পেয়েছেন ২২৬টি।  

কংগ্রেসের এই চতুর্বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পথ পরিষ্কার হলো ট্রাম্পের। চার বছর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক স্বীকৃতির অনুষ্ঠান চলার সময় পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালিয়েছিল। বাইডেনের স্বীকৃতির অনুষ্ঠান বানচাল করা লক্ষ্য ছিল তাদের। 

২০২০ সালের নির্বাচনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু পরাজয় স্বীকার না করে তাঁকে কারচুপি করে হারানো হয়েছে বলে মিথ্যা দাবি করতে থাকেন ট্রাম্প। 

২০২৪ সালের নির্বাচনের পুরোটা সময় একই ধরনের উদ্বেগ জানিয়ে সতর্ক করে আসছিলেন তিনি, শেষ পর্যন্ত ৫ নভেম্বরের নির্বাচনে কমলা পরাজিত হওয়ার পর থামেন তিনি। 

কমলা সাংবাদিকদের বলেন, আজ অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ দিনটির আদর্শ কী হওয়া উচিত, সে বিষয়ে এবং আমেরিকান জনগণের গ্রহণ করার সক্ষমতা দেখানোর দিন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমাদের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। খবর রয়টার্স ও সিএনএনের।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, বেরিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার শিরোনাম শীতে জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে যা করবেন শিরোনাম অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না শিরোনাম মাছরাঙায় তুর্কি সিরিজ ‘বড় ভাই’ শিরোনাম ব্রিটেনের বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ : ‘টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা উচিত’ শিরোনাম মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের