ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫
বিনোদন ডেস্ক :
Publish : 06:16 AM, 12 January 2025.
Digital Solutions Ltd

ইত্যাদি অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা নিয়ে যা বললেন হানিফ সংকেত

Publish : 06:16 AM, 12 January 2025.
ইত্যাদি অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা নিয়ে যা বললেন হানিফ সংকেত

ইত্যাদি অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা নিয়ে যা বললেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক :

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে দর্শকদের উপচে পড়া চাপে কিছু অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়ীতে আয়োজিত ‘ইত্যাদি’ অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। 

এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিওক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, ইত্যাদির শুটিংয়ে মারামারি ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। যে কারণে শুটিংও বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে শুক্রবার (১১ জানুয়ারি) রাতে মুখ খুলেছেন উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত। তিনি জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংকে ঘিরে ঠিক কী ঘটেছিল।

এদিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার সূত্রপাত নিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘ইত্যাদির ঠাকুরগাঁওয়ের ধারণ অনুষ্ঠান নিয়ে কিছু কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও মন্তব্য পড়ে কিছুটা অবাকই হয়েছি। ভেবেছিলাম এসবের কোনো জবাব দেব না। কিন্তু এদের মন্তব্য ও সংবাদ দেখে মনে হচ্ছে অনুষ্ঠানস্থলে আমি নয়, বোধ হয় তারাই উপস্থিত ছিলেন। এদের মন্তব্য পড়ে মনে হয় অনুষ্ঠানস্থলে হামলা, মারামারি, ভাংচুর হয়েছে, যে কারণে আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই। অথচ ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকরাই জানেন এ ধরণের কোননো ঘটনাই সেখানে ঘটেনি।’

অনুষ্ঠানস্থলে কেন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেটা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রত্ননিদর্শনসহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করছি প্রায় তিন দশক ধরেই। ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠান পরিকল্পনা করার পর আমরা রাণীশংকৈল (রাজা টংকনাথের) রাজবাড়িতে ইত্যাদি ধারণ করার সিদ্ধান্ত নেই এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আমরা ছয় হাজার দর্শকের বসার ব্যবস্থা করি এবং সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠান শুরু করি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখার জন্য।’

এরপরের ঘটনা উল্লেখ করে হানিফ সংকেত লেখেন, ‘অনুষ্ঠানে দর্শক বাছাই, নৃত্য ও গান ধারণ করার পরই হঠাৎ করে বাঁশের ঘেরা সরিয়ে কয়েক হাজার লোক আমন্ত্রণপত্র না পেয়েও তাদের প্রিয় ইত্যাদি দেখার জন্য অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। ফলে অনুষ্ঠানস্থলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি এবং পরিস্থিতি শান্ত হলে আবার ধারণ শুরু করি। যদিও ইতোমধ্যে স্থগিতের কথা শুনে অনেক দর্শকই চলে যান। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ধারণ করি।’

চেয়ার ছোড়াছুড়ি সম্পর্কে এই উপস্থাপক লেখেন, “উদ্ভূত পরিস্থিতির কারণ হামলা, ভাংচুর বা মারামারি নয়, ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা। আর এই ভালোবাসার কারণেই তারা ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু স্থানাভাবে দাঁড়াতেও পারছিলেন না। তাই চেয়ার সরিয়ে দাঁড়াবার স্থান করছিলেন। আর সে কারণেই এই চেয়ার ছোড়াছুড়ি। এর ফলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু ঘটনাটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে কেউ কেউ মিথ্যে তথ্য দিয়ে এবং রাজনৈতিক রঙ লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছেন। কিছু ‘মতলববাজ’ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে নানান পোস্ট দিয়ে নিজের মতলব হাসিলের চেষ্টাও করছে। যারা এই ঘটনাটির সঙ্গে রাজনীতিকে সংযুক্ত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, ‘আমি যেমন কখনই কোনো রাজনীতির সঙ্গে জড়িত হইনি, ইত্যাদিও তেমনি সবসময়ই থেকেছে রাজনীতিমুক্ত।”

সবশেষ হানিফ সংকেত লেখেন, ‘আর তাই দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও, গত ৬ই সেপ্টেম্বর প্রায় অর্ধলক্ষাধিক দর্শক নিয়ে ইত্যাদি শেরপুর পর্ব এবং ২৯ নভেম্বর কয়েক হাজার দর্শক নিয়ে ইত্যাদি বাগেরহাট পর্ব প্রচারিত হয় এবং প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধারণ করা হয়। আসলে আমরা ভিউবাজদের ভিউ বিড়ম্বনার স্বীকার হয়েছি। কোনো অপপ্রচারই ইত্যাদির সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না। তার প্রমাণ ঠাকুরগাঁওয়ের ইত্যাদি দেখার জন্য দর্শকদের এই বাঁধভাঙা স্রোত, যা আমাদের অভিভূত করেছে। আর দর্শকদের এই ভালোবাসায় ধন্য হয়েই ইত্যাদি এ বছর পদার্পণ করেছে তার ৩৭তম বছরে।’

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, বেরিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার শিরোনাম শীতে জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে যা করবেন শিরোনাম অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না শিরোনাম মাছরাঙায় তুর্কি সিরিজ ‘বড় ভাই’ শিরোনাম ব্রিটেনের বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ : ‘টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা উচিত’ শিরোনাম মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের