ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:49 PM, 11 January 2025.
Digital Solutions Ltd

চুরি করা গরু দিয়ে ভূরিভোজ করালেন বিএনপি নেতা, সাময়িক অব্যাহতি

Publish : 11:49 PM, 11 January 2025.
চুরি করা গরু দিয়ে ভূরিভোজ করালেন বিএনপি নেতা, সাময়িক অব্যাহতি

চুরি করা গরু দিয়ে ভূরিভোজ করালেন বিএনপি নেতা, সাময়িক অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী-সমর্থকদের ভূরিভোজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছেন। শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হওয়ারা হলেন- সুমন মিয়া (৪০) ও কসাই বজলুর রহমান (৩৫)।

অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ৬নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিক লায়লা খাতুন ইতি। মাহমুদুল হাসান মুক্তা গ্রামীণ ব্যাংক শেরপুরের ভেনুয়া শ্রীবর্দী শাখার ব্যবস্থাপক।

ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজের আয়োজন করেন মাহমুদুল হাসান এবং তার স্ত্রী লায়লা খাতুন ইতি।

এদিকে শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এফাজ উদ্দিনসহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান। পরে সেখানে গিয়ে জবাই করা গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কসাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী কৌশলে পালিয়ে যান। পরে দলীয় কর্মী-সমর্থকদের ভূরিভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা নিয়ে যান।

অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, ‘মহিলা দলের একটি প্রোগ্রাম ছিল। সেই উপলক্ষে কসাইয়ের কাছ থেকে মাংস কিনেছি। কসাই গরুটা আমার বাড়িতে জবাই করেছে। আমি গরু কিনিনি, মাংস কিনেছি। সে কোথা থেকে নিয়ে এসেছে সেটা আমি জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।’

মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এই মর্মে ৭ দিনের মধ্যে উপজেলা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, গরুটির মালিক এফাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাছরাঙায় তুর্কি সিরিজ ‘বড় ভাই’ শিরোনাম ব্রিটেনের বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ : ‘টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা উচিত’ শিরোনাম মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের শিরোনাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই লিটন শিরোনাম সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল শিরোনাম ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫০০ ছাড়িয়েছে