হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সর্তকর্তা জারি
ভারতের পর এবার বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সর্তকর্তা জারি করেছেন কতৃপক্ষ।
বসানো হয়েছে মেডিকেল টিম ও স্ক্যানার মেশিন। টেস্ট করানো হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের। এদিকে দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের জন্য নেওয়া হয়েছে বাড়তি সর্তকর্তা, বসানো হয়েছে মেডিক্যাল টিম বলছেন ইমিগ্রেশন কতৃপক্ষ। অপরদিকে এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন পাসপোর্টধারী যাত্রীরা।
আজ সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে মেডিকেল টিম ও স্কানার মেশিন। ভারত থেকে এসে পাসপোর্ট যাত্রীরা স্কানিং করছে এবং তাদের কোনো সিংটম আছে কিনা তা জিজ্ঞাসা করা হচ্ছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেক পোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হবার পর আমরা হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছে। এবং ইসকনের মেশিন ও মেডিকেল টিম বসানো হয়েছে।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি জাহাঙ্গীর হোসেন বলেন, এখানে মেডিকেল টিম বসানো হয়েছে ভারত থেকে পাসপোর্ট যাত্রী যে সমস্ত আসতেছে তাদের কোন সিম্পটম আছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও স্ক্যানার মেশিনে তাদের চেকআপ করা হচ্ছে।
কয়েকজন পাসপোর্টধারী যাত্রী বলেন, এইচএম পিভি ভাইরাস সনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বসানো হয়েছে মেডিকেল টীম ওই স্ক্যানার মেশিন এটি একটি নিঃসন্দেহ ভালো কাজ আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এতে করে আমরাও সুরক্ষা আছে কিনা জানতে পারতেছি এবং সবার জন্য উপকার হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News