ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:17 AM, 14 January 2025.
Digital Solutions Ltd

হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড পরীক্ষার নির্দেশ

Publish : 11:17 AM, 14 January 2025.
হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড পরীক্ষার নির্দেশ

হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ডের সত্যতা যাচাই করতে বিটিআরসি ও সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন। 

আদেশ দেওয়ার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনে আছে ডিজিটাল এভিডেন্স (তথ্য-উপাত্ত) উপস্থাপনের আগে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়টি। হত্যা, গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের ফাঁস হওয়া বহু ভিডিও ফুটেজ, কল রেকর্ড অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে আমরা সংগ্রহ করেছি। প্রসিকিউশনের হাতে এসব অভিযোগ এসেছে। এসব সঠিক কিনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি কিনা, তা যাচাই করা হবে। যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য-উপাত্ত আদালতে জমা দেওয়া যায় না। প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল সিআইডির ফরেনসিক বিভাগকে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। 

হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ

রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ করেছে। গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আবু সাঈদের পরিবার ইতোমধ্যে রংপুরে একটি মামলা করেছে। আমরা বলেছি, স্থানীয় আদালতে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি, তাই এ 

অভিযোগ ট্রাইব্যুনালে না এলে সেটা সঠিক  হবে না। সেই পরিপ্রেক্ষিতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন। আবু সাঈদের বড়  ভাই রমজান ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেছেন। তারা সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন।’

অভিযোগ দাখিলের পর রমজান আলী সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ট্রাইব্যুনালে এসেছি। আমরা শুনেছি, অভ্যুত্থানে সব শহীদের হত্যার বিচার হবে। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত মাত্র দু-তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার কোনো অগ্রগতি নেই। আমরা চাই, আবু সাঈদসহ সব শহীদর হত্যার বিচারে যেন সহযোগিতা করা হয়।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। অনেক জায়গায় দেখেছি, তারা স্বপদে বহাল রয়েছেন। এ বিষয়ে করণীয় জানতে এবং আলোচনা করতে আমরা ট্রাইব্যুনালে এসেছি।’

দুই পুলিশকে হাজিরের নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও গাজীপুর পুলিশের সাবেক কনস্টেবল মো. আকরামকে আগামী ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ আদেশ দেন। 

পরে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছে। এতে সরাসরি নির্দেশদাতা ছিলেন সাবেক এসি তানজিল আহমেদ। গত ২০ জুলাই ইমাম হোসেন তাঈমকে গুলি করেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি (তদন্ত) জাকির হোসেন। সেখানে এসি তানজিলও ছিলেন। 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন শিগগিরই শিরোনাম ‘একেবারেই সহজ ছিলো না তবে আমরা এখন বিবাহিত’ শিরোনাম লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা শিরোনাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার শিরোনাম ১২ কেজি এলপিজির দাম বাড়লো