বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা
সময় যে কত দ্রুত রং বদলায়! গত মাসেই টটেনহামের বিপক্ষে ভুল করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আলতাই বায়িনদির। রোববার রাতে পেনাল্টি ঠেকিয়ে সেই বায়িনদির ম্যানচেস্টার ইউনাইটেডের নায়ক। তুর্কি এ গোলরক্ষকের নৈপুণ্যে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে আর্সেনালকে হারিয়ে দিয়েছে ম্যানইউ। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের ম্যানইউকে হারাতে না পেরে ভীষণ হতাশ গানার বস মিকেল আর্তেতা।
২০২৩ সালে ওল্ড ট্র্যাফোর্ডে আসেন তুরস্কের গোলরক্ষক আলতাই বায়িনদির। এ মৌসুমে লিগ কাপের তিনটি ম্যাচ ছাড়া ম্যানইউর জার্সি তাঁর গায়ে ওঠেনি। সেই তিন ম্যাচে আবার তাঁর ভুলে টটেনহামের বিপক্ষে হারতে হয়েছিল। গত মাসে তাঁর ভুলে সরাসরি কর্নার থেকে গোল করে টটেনহামকে জিতিয়ে দিয়েছিলেন সন হিউং-মিন। তখন ২৬ বছর বয়সী এ তুর্কি গোলরক্ষকের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছিল। ভাগ্যের কী খেলা!
রোববার রাতে সেই বায়িনদিরকে ‘আমাদের নায়ক’ হিসেবে বর্ণনা করেছেন ম্যানইউ বস রোবেন আমোরিম। এমিরেটস স্টেডিয়ামে ৫২ মিনিটে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেড ডেভিল ডিফেন্ডার দিয়াগো দালোত। পরের মিনিটেই সমতা ফেরান গ্যাব্রিয়েল। ৬ মিনিট পর এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কাই হাভার্টজকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল গানাররা।
কিন্তু মার্টিন ওডেগার্ডের শট ঠেকিয়ে দেন বায়িনদির। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হাভার্টজের শট ঠেকিয়ে নাটকীয়ভাবে ম্যানইউকে জিতিয়ে দেন বায়িনদির।
টাইব্রেকার মিস করায় আর্সেনাল সমর্থকদের কাছে খলনায়ক বনে গেছেন হাভার্টজ। জার্মান এ স্ট্রাইকারের স্ত্রী ও তাঁর গর্ভের সন্তানকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এই ঘটনায় বেশ আতঙ্কে আছেন হাভার্টজের পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হুমকির কথা জানিয়েছেন ফুটবলারের স্ত্রী সোফিয়া, ‘আমি ও আমার গর্ভের সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বাড়ি এসে দুইজনকে খুনের কথা লিখেছে একজন।
আরেকজন প্রার্থনা করেছে, আমার গর্ভের সন্তান যেন নষ্ট হয়ে যায়। আমরা আতঙ্কিত। বুঝতে পারছি না কী করব।’ যদিও এই ঘটনায় হাভার্টজের পাশে দাঁড়িয়েছেন গানার বস আর্তেতা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News