সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ছিল শেখ হাসিনার
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরায় প্রচারিত আলোচিত প্রামাণ্যচিত্র “অল দ্য প্রাইম মিনিস্টারস মেন” নিয়ে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতিমান ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কে সি-এর সঙ্গে যোগাযোগ করেছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস গণভবন থেকে উদ্ধার করা একটি নথির ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
প্রামাণ্যচিত্রটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সম্প্রচারিত হয়। এতে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বিরোধীদের অপহরণ ও ঘুষ গ্রহণে নিরাপত্তা বাহিনীর অপব্যবহার নিয়ে বলতে শোনা যায়। এ ছাড়া এতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে আসে। প্রামাণ্যচিত্রটিকে “মিথ্যা” ও “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছিল বাংলাদেশ সরকার।
নথি অনুযায়ী, আল–জাজিরার প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেন। তিনি একটি প্রাথমিক বৈঠকে অংশ নিয়ে হাইকমিশনকে পরামর্শ দেন। এরপর ব্রাউনি লন্ডনের আইনি সংস্থা পেনিংটন মানচেস কুপারের বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক-উইলিয়ামসের সঙ্গে তাদের সংযোগ করিয়ে দেন।
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারিতে ক্লার্ক-উইলিয়ামস ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল আল–জাজিরার প্রামাণ্যচিত্র নিয়ে আদালতে মানহানির মামলা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা জানায়, প্রামাণ্যচিত্রে কোনো “সারবত্তা” না থাকলেও এটি শেখ হাসিনার সুনাম ক্ষুণ্ন করেছে।
এছাড়া, নথিতে দাবি করা হয়, প্রামাণ্যচিত্রে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেপ্তারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনা সরকার। তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালতে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিবর্তে, ফেসবুক ও ইউটিউব থেকে প্রামাণ্যচিত্রটি সরানোর জন্য চাপ প্রয়োগ শুরু করে বাংলাদেশ সরকার। তবে এই প্রচেষ্টা সফল হয়নি।
ডেসমন্ড ব্রাউনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। দ্য সানডে টাইমসকে তিনি জানান, প্রাথমিক আলোচনার পর তিনি ও ক্লার্ক-উইলিয়ামস হাইকমিশনকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তার পর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২১ সালের মার্চে পরামর্শ অনুযায়ী কোনো চিঠি বা মামলা-মোকদ্দমা হয়নি। এ বিষয়ে ক্লার্ক-উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখনো ফেসবুক ও ইউটিউবে আল–জাজিরার প্রামাণ্যচিত্রটি দেখা যাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News