জরুরি পরিষেবা নেই কষ্টেরও শেষ নেই
ভূমি, পোস্ট অফিসসহ অধিকাংশ জরুরি সরকারি পরিষেবা নেই। একমাত্র পাকা সড়কটিও জরাজীর্ণ। চিকিৎসার জন্য একটি ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নেই জনবল। ন্যূনতম নাগরিক সেবা না থাকায় ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নের বাসিন্দাদের।
পদ্মা নদীর তীরঘেঁষে ১৯৯৮ সালে গঠিত চরসাদিপুর ইউনিয়ন। সেখানে ৯টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। তাদের জন্য রয়েছে একটি ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স, ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা, একটি এতিমখানা ও চারটি বেসরকারি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। এটি উপজেলা শহর থেকে প্রায় ১৭ এবং জেলা শহর থেকে ২৯ কিলোমিটার দূরে। উত্তর ও পশ্চিমে রয়েছে পাবনার হেমায়েতপুর ও দৌগাছি ইউনিয়ন।
পদ্মানদী পাড়ি দিয়ে জেলা ও উপজেলা শহরে চলাচল করেন চরসাদিপুরের বাসিন্দারা। নদীর কারণে নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা। বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা। আর শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ জুড়ে চর জাগে। তখন ইজিবাইক, মোটরসাইকেল এবং হেঁটে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। এক যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের একমাত্র পাকা সড়কটিও খানাখন্দে ভরা। লেনদেন ও সঞ্চয়ের জন্য অন্যান্য ইউনিয়নে সরকারি- বেসরকারি একাধিক ব্যাংক থাকলেও চরসাদিপুরে নেই একটিও। দুর্গম এলাকা হলেও নেই পুলিশ ক্যাম্প।
গত রোববার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ছয় কিলোমিটার প্রশস্ত পদ্মা নদীর চার কিলোমিটারজুড়ে চর জেগেছে। মানুষ দুই কিলোমিটার নদী নৌকায় এবং চরে ইজিবাইক, মোটরসাইকেল ও হেঁটে চলাচল করছেন। ফসলের মাঠে গড়ে উঠেছে অংসখ্য ইটভাটা। ভাটায় আইন ভেঙে পোড়ানে হচ্ছে কাঠ। কৃষিজমি ও নদীর তীর থেকে কাটা হচ্ছে মাটি ও বালু। ইউনিয়নে যোগাযোগের একমাত্র পাকা সড়কটিও খানাখন্দে ভরা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।
৩৫ বছর ধরে নদীতে মাঝির কাজ করেন আলাই শেখ। তিনি বলেন, চরসাদিপুরের
মানুষ বর্ষা মৌসুমে শুধু নৌকা এবং শুষ্ক মৌসুমে নৌকা ও বিভিন্ন যানবাহনে নদী পার হয়ে চলাচল করে। এতে অনেক ভোগান্তি পোহাতে হয়।
‘শুনি সরকার কতকিছু বরাদ্দ দেয়, কিছুই চরবাসী পায় না। সব থাকে যায় নদীর ওপারে। কোনো সেবাই পার হয় না নদী। ৩০ হাজার মানুষের ভোগান্তি বাড়িয়েছে এক পদ্মা।’ আক্ষেপ করে বলছিলেন সাদিপুর বাজারের পল্লি চিকিৎসক শহিদুল আলম।
ইজিবাইক চালক কোমল হোসেন জানান, সাদিপুরের একমাত্র পাকা সড়কটি ইটভাটার গাড়ির দখলে। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই গাড়ি উল্টে যায়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্র নদীর ওপারে হওয়ায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে না শিক্ষার্থীরা। ভাড়া বাসায় থেকে পরীক্ষা দেওয়া ব্যয়বহুল। সে জন্য অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে অনেক শিক্ষার্থী পাবনার স্কুলে চলে যায়।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী বলেন, জনস্বার্থে তাঁর ইউনিয়নে ব্যাংক, ক্যাম্প, পোস্ট ও ভূমি অফিসের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি। কোনো ফল পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
চরসাদিপুরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, পদ্মার দুর্গম চরে অবস্থিত ইউনিয়নটি। নানামুখী সুবিধা থেকে বঞ্চিত সেখানকার মানুষ। জনপ্রতিনিধিরা বিষয়টি লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News