ছবি সংগ্রহীত
লখনৌ সুপার জায়ান্টসের পেস বিভাগে হঠাৎই বড় পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের খেলার সম্ভাবনা ক্ষীণ, তবে এই অবস্থায় দলের সঙ্গে যোগ দিয়েছেন শার্দুল ঠাকুর। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা শার্দুল এবারের মেগা নিলামে দল পাননি। তবে লখনৌর ইনজুরি সমস্যার কারণে তাকে দলে নেওয়া হয়েছে।
লখনৌ দলের পেস বিভাগে বর্তমানে চারজন খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। মহসিন খান, আকাশ দীপ পিটের, আবেশ খান এবং মায়াঙ্ক যাদব—এই চারজনই বেশ কিছু সময় ধরে মাঠের বাইরে। আকাশ দীপ ও মায়াঙ্ক যাদব বেঙ্গালুরুতে রিহ্যাবে আছেন, কিন্তু মহসিন খানের চোট দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে।
দলের মেন্টর জহির খান জানিয়েছেন, চোটের কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হলেও তারা ইতিবাচক মনোভাব নিয়ে এই সংকট মোকাবিলা করার চেষ্টা করছেন।
এখন শার্দুল ঠাকুর দলের পেস বিভাগে যোগ দিয়ে নেতৃত্ব দেবেন, সঙ্গে থাকবেন বিদেশি পেসার শামার জোসেফ এবং ভারতের তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকার ও প্রিন্স যাদব। স্পিন বিভাগে রয়েছেন রবি বিষ্ণু ও শাহবাজ আহমেদ। লখনৌ সুপার জায়ান্টস ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এবারের আইপিএল যাত্রা শুরু করবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News