ছবি সংগ্রহীত
নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ ভোরে স্থানীয় পুলিশ উদ্ধার করেছে দুই ভাই-বোনের মরদেহ। নিহতরা হলেন ৫৫ বছর বয়সী নুর মোহাম্মদ এবং ৫৮ বছর বয়সী রেজিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাই-বোন দুজন একসঙ্গে এই বাড়িতে বসবাস করছিলেন। সাধারণত তারা বাড়ির মধ্যেই সময় কাটাতেন এবং খুব একটা বাইরে বেরোতেন না। তবে, সোমবার সকালে গ্রামবাসীরা বাড়ি থেকে অস্বাভাবিক দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে উদ্ধার করে তাদের মরদেহ।
স্থানীয়রা ধারণা করছেন, কিছুদিন আগে তাদের মৃত্যু হয়েছে, যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক মাহবুব আলম জানিয়েছেন, মরদেহ দুটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই ঘটনায় এলাকার মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে তারা চেষ্টা করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News