ছবি সংগ্রহীত
লালমনিরহাটে মৃত মুরগি নিয়ে থানায় বিচার চেয়ে আসা এক অসহায় নারীকে মানবিক সহায়তা দিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতা ও যুবকরা। ঘটনাটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে এবং সমাজের সহমর্মিতা আবারও দৃশ্যমান হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা রশিদা বেগম তার মৃত পাঁচটি মুরগি নিয়ে সদর থানায় হাজির হন। ভিক্ষা করে জমানো টাকায় তিনি ১১টি মুরগি কিনেছিলেন, কিন্তু এর মধ্যে ৫টি মুরগি আকস্মিকভাবে মারা যায়। সন্দেহ ছিল, কেউ শত্রুতা করে মুরগিগুলো বিষ প্রয়োগে মেরে ফেলেছে। তাই তিনি থানায় বিচার প্রার্থনা করতে যান।
থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রশিদা বেগম। প্রথমে তিনি মৌখিকভাবে তার ক্ষতির কথা জানান এবং সৃষ্টিকর্তার কাছে বিচার প্রার্থনা করেন। পরে, তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পর, রশিদা বেগমের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে পরদিন রোববার (৬ এপ্রিল) বিকেলে স্থানীয় ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ কয়েকজন যুবক তার বাড়িতে পৌঁছান। তারা রশিদা বেগমকে সান্ত্বনা দেন এবং তাকে ৫টি জীবিত মুরগি উপহার দেন। এছাড়া, কয়েকজন যুবক বিকাশে দুই হাজার টাকা পাঠান। এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত রশিদা বেগম সহায়তাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিপ্লব হোসেন বলেন, "এটি মানবিক দায়িত্ব, আমরা রশিদা বেগমের পাশে দাঁড়িয়েছি, যাতে তিনি আবারো ঘুরে দাঁড়াতে পারেন।" তার সহায়তার পর, অনেকেই ফোন বা অন্য মাধ্যমে রশিদা বেগমের খোঁজ নিচ্ছেন এবং সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করছেন।
এদিকে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানিয়েছেন, রশিদা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে মুরগিগুলোর মৃত্যু সম্পর্কে তদন্ত চলছে। তিনি বলেন, "মুরগির মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। যদি কারো দায় প্রমাণিত হয়, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।"
এই ঘটনা সামাজিক সহমর্মিতা ও মানবিক সাহায্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে, যেখানে এক নারীর ক্ষতি কাটিয়ে উঠতে সমাজের মানুষের সাহায্য তাকে নতুন আশার আলো দেখাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News