ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:00 AM, 02 April 2025.
Digital Solutions Ltd

রেকর্ড দামে বিক্রি হলেও ব্যর্থ পান্ত, ট্রলের শিকার সোশ্যাল মিডিয়ায়

Publish : 02:00 AM, 02 April 2025.
রেকর্ড দামে বিক্রি হলেও ব্যর্থ পান্ত, ট্রলের শিকার সোশ্যাল মিডিয়ায়

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

এবারের আইপিএলে ইতিহাস গড়ে ৩৮ কোটি টাকার বেশি মূল্যে লখনৌ সুপার জায়ান্টসে নাম লিখিয়েছিলেন ঋষভ পান্ত। কিন্তু পারফরম্যান্সে সেই দামকে এখনো যৌক্তিকতা দিতে পারেননি তিনি। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৭ রান, আর এতেই তিনি হয়েছেন ব্যাপক সমালোচনা ও ট্রলের শিকার।

লখনৌর হয়ে এবার তিন ম্যাচে ব্যাট হাতে পান্ত করেছেন যথাক্রমে ০, ১৫ ও ২ রান। স্ট্রাইকরেটও আশানুরূপ নয়—২৬ বলে মাত্র ১৭ রান! অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী শ্রেয়াস আইয়ার, যাকে প্রথমে সর্বোচ্চ দামে কিনেছিল পাঞ্জাব কিংস, তিনি টানা দুই ম্যাচে দলের জয় নিশ্চিত করেছেন এবং নিজেও অপরাজিত ছিলেন ৯৭ ও ৫২ রানের ইনিংসে।

গতকাল (মঙ্গলবার) লখনৌর বিপক্ষে পাঞ্জাবের ম্যাচটি ছিল পান্ত ও আইয়ারের এক অদৃশ্য প্রতিযোগিতা। যেখানে ব্যাটে-বলে জয় হলো আইয়ারের পাঞ্জাবের। পান্ত ৫ বলে মাত্র ২ রান করে আউট হলেও, আইয়ার নিজের দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৫২ রানে অপরাজিত থেকে।

এর আগে, পান্ত নিলাম নিয়ে বলেছিলেন, “আমি দুশ্চিন্তায় ছিলাম, যদি পাঞ্জাব আমাকে কিনে ফেলে! যখন তারা শ্রেয়াসকে নিল, তখন মনে হলো আমি লখনৌতে যেতে পারব।” তার সেই মন্তব্যের জবাবই যেন দিল পাঞ্জাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। ম্যাচ জেতার পর তারা পোস্ট করলো, “টেনশন তো নিলামেই শেষ হয়ে গেছে।”

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হতে থাকে পান্তকে নিয়ে। একজন লিখেছেন, “পাঞ্জাব এই দিনটার অপেক্ষায় ছিল, যাতে তারা পান্তকে ট্রোল করতে পারে।” আরেকজন মন্তব্য করেন, “অবশেষে ওই মন্তব্যের জন্য পান্তকে তার প্রাপ্যটা দিল পাঞ্জাব!”

এদিকে, আইপিএলে পান্তের লখনৌ এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতেই হেরেছে, বিপরীতে শ্রেয়াসের পাঞ্জাব দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ফলে দুই তারকার পারফরম্যান্সের পার্থক্য নিয়েও এখন তুমুল আলোচনা চলছে ক্রিকেট মহলে।

 

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা