লোহাগাড়ায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৮ জনেরঃ ছবি সংগ্রহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় আবারও ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছেন আরও অন্তত দুজন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, "দুটি মাইক্রোবাস ও একটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। নিহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন।"
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানিয়েছেন, "ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।"
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই, ৩১ মার্চ ঈদের দিনে, এই এলাকার কাছাকাছি একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি বড় দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও যাত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট সংগঠনগুলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News