মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চারজনেরঃ ছবি সংগ্রহীত
মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে চলা তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তারা। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার হৃদয় ঢালী, জয়নগর এলাকার আলী খান এবং রমজান মিয়া।
স্থানীয়রা জানান, মিঠুন তালুকদার তার খালাতো ভাই হৃদয় ঢালীকে সঙ্গে নিয়ে পদ্মা সেতুর দিকে যাচ্ছিলেন। বাবু খাঁর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা আরেকটি বেপরোয়া মোটরসাইকেল ধাক্কা দিলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা জানিয়েছেন, বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ। তিনি আরও জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালকদের আরও সচেতন হতে হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নতুন নয়। প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News