ছবি সংগ্রহীত
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতামূলক জোট বিমসটেকের ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে। এতে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ অংশ নেবে। তবে এই সম্মেলনের সাইডলাইন বৈঠকগুলো ঘিরে রয়েছে ব্যাপক কূটনৈতিক আগ্রহ। বিশেষ করে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। তবে বাংলাদেশের সঙ্গে এমন কোনো আলোচনা হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। কূটনীতিকরা বলছেন, এই বৈঠক হলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান টানাপোড়েন নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতির জন্য বাংলাদেশের উচিত আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করা। বিশেষজ্ঞ ড. মাহফুজ কবির বলেন, "ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সাইডলাইন বৈঠক আয়োজনের চেষ্টা চালানো উচিত, যাতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ স্বাভাবিক গতিতে চলতে পারে।"
এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত বিশ্লেষকদের। অধ্যাপক ড. সাহাব এনাম খান বলেন, "বিমসটেক সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করলে রোহিঙ্গা সংকট সমাধানের পথ উন্মুক্ত হতে পারে।"
এ ছাড়া, অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে মুক্তবাণিজ্য চুক্তি ও আঞ্চলিক পরিবহন যোগাযোগ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, থাইল্যান্ডসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তিগুলো এগিয়ে নিতে হবে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও অন্যান্য দাতা সংস্থাগুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে।
উল্লেখ্য, এবারের সম্মেলনে বাংলাদেশকে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News