ছবি সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘটেছে রোববার (২৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায়।
আহত ডাকাত নিজেকে রাজীব ওরফে রাজু হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতের নাম উজ্জ্বল, বাউফল উপজেলার স্থানীয় বাসিন্দা। আহত রাজীব জানিয়েছেন, ডাকাতদলের অন্য সদস্য বাচ্চু লুটকৃত টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। বাচ্চু বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে গভীর রাতে ডাকাতদল হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে।
ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, “স্থানীয়রা ডাকাতদের গণপিটুনি দেওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন, অন্যজনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঘটনাস্থল ও স্থানীয়দের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ নিরাপত্তা বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News