ছবি সংগৃহীত
পাবনার গয়েশপুর ইউনিয়নে শনিবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)।
স্থানীয়রা জানায়, নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, পাভেলের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি মূলত মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার কারণে। শনিবার রাতে ইসলামপুর বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই পাভেল মারা যান।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন—
"পাভেল নিয়মিত নামাজ-কালাম পড়তো, খুবই ভালো ছেলে ছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।"
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,
"প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
স্থানীয়রা বলছেন, এই হত্যাকাণ্ড পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সজাগ রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News