ছবি সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) নামে এক কলেজছাত্রী বিয়ে ভেঙে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। ঘটনা শনিবার (২৩ আগস্ট) রাতের দিকে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬নং আউরিয়া গ্রামে ঘটে।
নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঐশী আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাস আগে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু অজ্ঞাতনামা কেউ পাত্রপক্ষের কাছে ঐশীর টপস ও টি-শার্ট পরিহিত ছবি মেসেঞ্জারের মাধ্যমে পাঠালে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়। অপমান সহ্য করতে না পেরে ঐশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের বাবা মো. জাহিদ হোসেন বলেন,
"ছেলেপক্ষের কাছে মেয়ের একটি টপস ও টি-শার্টের ছবি পাঠানো হয়েছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে পক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার মেয়ে এ অপমান সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে।"
তিনি আরও জানান, ঘটনার আগের সন্ধ্যায় ঐশী স্থানীয় চাচা আইয়ুব আলীর দোকান থেকে মোবাইলের এমবি কার্ড কিনে বাসায় আসে এবং অনেক কান্নাকাটি করছিল।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ থানায় নিয়ে যায়।
নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, “খবর পেয়ে মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়রা শোক ও আতঙ্ক প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অপমান ও অনলাইনে প্রাইভেসি লঙ্ঘনের কারণে তরুণদের মানসিক চাপ আরও বাড়ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News