ছবি সংগৃহীত
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে ঝালকাঠি পৌরসভার রূপনগর নতুন কবরস্থান জামে মসজিদের প্রবেশদ্বারের সামনে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাটোর সদর উপজেলার বাহিমালি গ্রামের মৃত কাসেমের ছেলে মোঃ কামাল (৪৮)কে আটক করা হয়। তার লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, শুক্রবার (২৩ আগস্ট) ভোররাত ৪টা ৪০ মিনিটে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের ‘ভাই ভাই হোটেল’-এর সামনে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএমের নেতৃত্বে অভিযানে দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার মৃত মীর সাহেব আলীর ছেলে মীর আব্দুল কুদ্দুস (৪২) এবং পূর্ব রাজাপুরের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন অপু (৩২)কে আটক করা হয়।
এই অভিযানে মীর আব্দুল কুদ্দুসের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও একজন অভিযুক্ত অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী এই অভিযান এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News