ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:28 AM, 24 August 2025.
Digital Solutions Ltd

“ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা”

Publish : 06:28 AM, 24 August 2025.
“ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, পাঞ্জাবি পরিহিত এনসিপি নেতা আতাউল্লাহ প্রথমে তাকে ধাক্কা দিয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি শেষে সাংবাদিকদের সামনে রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেই বিএনপি নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়! ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি একজন আইনজীবী হিসেবে আমার কেস নিজেই উপস্থাপন করেছি। আশা করেছিলাম কমিশনের সম্মান রক্ষায় কোনো পক্ষ গুন্ডা-সন্ত্রাসী নিয়ে আসবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম প্রার্থী তার ২০/২৫ জন লোক নিয়ে শুনানির পরিবেশ নষ্ট করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তির সঙ্গে যায় না।”

এসময় রুমিন অভিযোগ করেন, আতাউল্লাহ নামের এক ব্যক্তি প্রথমে তাকে ধাক্কা দিয়েছেন। তার ভাষায়, “উনি কে, জামায়াত থেকে নাকি এনসিপি থেকে এসেছেন জানি না। তবে উনি-ই প্রথম আমাকে ধাক্কা দেন। এরপর আমার লোকজন বসে থাকবে কেন? আমি তো একজন মহিলা।”

শুনানির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিন দুপুর ১২টা থেকে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের দাবি-আপত্তির শুনানি হয়। এরপর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের আসনগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে এসব শুনানি চলবে।

এ ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। তার দাবি, কমিশনকে আরও দৃঢ় হতে হবে যাতে রাজনৈতিক প্রভাব বা গোষ্ঠীগত শক্তি প্রয়োগের ঘটনা না ঘটে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মহিউদ্দিন রনি বললেন, স্বাস্থ্য উপদেষ্টা অথর্ব তাকে দ্বারা কিছু হবে না শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল