ছবি সংগৃহীত
চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ (২০ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যাবে। এটি কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানা গেছে।
মির্জা ফখরুলকে মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পৌঁছান। এরপর গুলশানে একটি বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠকের পরে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ মুহূর্তে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলের গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় তার অসুস্থতা দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
জামায়াতের প্রতিনিধি দলের হাসপাতালে যাওয়ায় দলের পক্ষ থেকে সমর্থন প্রদর্শনের পাশাপাশি মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া করা হবে বলে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News