ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:22 AM, 17 August 2025.
Digital Solutions Ltd

চার শাখার নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ছাত্রদল

Publish : 12:22 AM, 17 August 2025.
চার শাখার নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ছাত্রদল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে চার শাখার সঙ্গে জরুরি মতবিনিময় সভা আহ্বান করেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভার ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়—

আগামীকাল ১৭ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর শাখার সুপার ফাইভ নেতা এবং প্রতিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতারা অংশ নেবেন।

সভায় সাংগঠনিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক কর্মসূচি, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা এবং আগামী দিনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে বলে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব মনে করছে—ভবিষ্যতের কর্মসূচিকে আরও কার্যকর করতে জেলা ও মহানগর পর্যায়ে শক্ত সমন্বয় প্রয়োজন। এজন্যই চার শাখার সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার কড়া নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগরে সাংগঠনিক পুনর্গঠন এবং সুপার ফাইভ বাছাই সম্পন্ন হয়েছে। এ কারণে কেন্দ্রীয় সংসদ মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে জোর দিচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে নানা কর্মসূচি সামনে রেখে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করছে। তবে চারটি গুরুত্বপূর্ণ ইউনিটকে নিয়ে কেন্দ্রীয় সভা দলটির কৌশলগত সিদ্ধান্তগুলোর দিকেই ইঙ্গিত করছে বলে বিশ্লেষকদের অভিমত।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১