ছবি সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কারাদেশ সোমবার থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে মাহিন সরকার দলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমতি নেননি। এটি দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে গণ্য করা হয়েছে।
জানা গেছে, মাহিন সরকার ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের শীর্ষ একটি পদে প্রার্থী হতে চেয়েছিলেন। সমঝোতা না হওয়ায় তিনি ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
এ ঘটনায় রাজনৈতিক মহল এবং শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনসিপি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে মাহিন সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য দেননি। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ভোটাধিকার সম্পর্কিত বিষয়টি এখন কেন্দ্রীয় নজরদারির আওতায় রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News