ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:02 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

ট্রাম্পের চিঠিতে ড. ইউনূসকে জানানো হল শুল্ক আরোপের কারণ ও ভবিষ্যত পরিকল্পনা

Publish : 06:02 AM, 19 July 2025.
ট্রাম্পের চিঠিতে ড. ইউনূসকে জানানো হল শুল্ক আরোপের কারণ ও ভবিষ্যত পরিকল্পনা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) এই ঘোষণা সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন ট্রাম্প। পরে সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন তিনি।

চিঠিতে ট্রাম্প বলেন,

“বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি বাণিজ্যঘাটতি রয়েছে। এই ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”

তিনি আরও উল্লেখ করেন,

“যদিও আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখার পক্ষে, তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য ভিত্তিতে। এজন্যই বাংলাদেশের সব পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হচ্ছে।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে, তবে সে ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হবে। মার্কিন ভূখণ্ডে উৎপাদিত বাংলাদেশি পণ্যে কোনো কর আরোপ করা হবে না বলেও জানানো হয়।

চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন,

“বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপ করে, তবে সে শুল্ক আমাদের আরোপিত ৩৫ শতাংশের সঙ্গে যোগ করে হিসাব করা হবে।”

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে শুল্ক ও অশুল্ক নীতি এবং বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতা দীর্ঘদিন ধরেই রয়েছে। এ সব নীতি সংশোধন না হলে শুল্ক কমানোর সম্ভাবনাও ক্ষীণ।

ট্রাম্প চিঠিতে জানান,

“বাংলাদেশ যদি মার্কিন বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে এবং ন্যায্য বাণিজ্যনীতি গ্রহণ করে, তবে এই শুল্ক সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তার আগে গড়ে ১৫ শতাংশ শুল্ক থাকলেও তা একাধিকবার বাড়ানো হয়েছে।

নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহৎ রপ্তানি গন্তব্যগুলোর একটি হওয়ায় এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারাও।

 

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১