ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:33 AM, 27 October 2025.
Digital Solutions Ltd

রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

Publish : 07:33 AM, 27 October 2025.
রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত চিকিৎসকের নাম ডা. আহসান হাবীব (৩৫)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং রাজশাহীর আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আহসান হাবীবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিয়ের প্রলোভনে সম্পর্ক, পরে ধর্ষণ

এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই নার্সের সঙ্গে আহসান হাবীবের পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তখন ওই নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছয় মাস আগে চিকিৎসক আহসান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে রাজশাহীতে ফিরে আসতে বলেন।

এরপর বিভিন্ন সময়ে সেই নারীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন আহসান হাবীব। সর্বশেষ ৯ অক্টোবর রাতে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ের আল আরাফা ক্লিনিকেই তিনি নার্সটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্য নারীর সঙ্গে বিয়ে, যোগাযোগ বন্ধ

এর আগে ৬ অক্টোবর আহসান হাবীব পারিবারিকভাবে আরেক নারীর সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানার পর ৯ অক্টোবর ভুক্তভোগী নারী ক্লিনিকে গিয়ে তার সঙ্গে দেখা করতে চাইলে আহসান পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফের ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন আহসান। এরপর ২৩ অক্টোবর ভুক্তভোগী নার্স রাজপাড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

ক্লিনিক কর্তৃপক্ষের অবস্থান

এ ঘটনায় আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

“এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো চিকিৎসকের স্থান আমাদের প্রতিষ্ঠানে নেই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পুলিশের বক্তব্য

রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন,

“ভুক্তভোগী নার্সের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনি ব্যবস্থা আরও জোরদার হবে।”

ঘটনাটি রাজশাহীর চিকিৎসা অঙ্গন ও সমাজে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও ভুক্তভোগী নার্সের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার