ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :
Publish : 02:18 AM, 27 October 2025.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

Publish : 02:18 AM, 27 October 2025.
ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

ছবি সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :

সম্প্রতি ঝালকাঠিতে এক হিন্দু যুবকের দ্বারা কুরআন অবমাননা এবং নবী ও তাঁর পরিবারকে কটূক্তি করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ তলাবায়ে মুছলিহীন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, ধর্ষণ ও সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদী এই মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার ২৭ অক্টোবর সকাল ৯টায় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক এবং বরিশাল-ঝালকাঠি মহাসড়কের বাসন্ডা এলাকা প্রদক্ষীন করেছে। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়।

বিক্ষোভকারীরা একযোগে দাবি জানান, এই ধরনের অপরাধ ও অশ্লীল কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে যে সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন আছে, তাদের নিষিদ্ধ করা হোক এবং জড়িতদের যথাযথ বিচারের আওতায় আনা হোক।

মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় অনুভূতির অবমাননা ও সামাজিক অপরাধের বিরুদ্ধে নীরব থাকা কোনো সমাধান নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, নৈতিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবাইকে সচেতন হতে হবে।

এছাড়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব পুনরায় তুলে ধরেন। তারা সতর্ক করেন, ধর্মীয় বা সামাজিক ঘৃণা ছড়ানো কোনো ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মিছিল শেষে বাংলাদেশ তলাবায়ে মুছলিহীন এর পক্ষ থেকে তাদের দাবী সম্বলীত একটি স্বারকলিপি দেয় জেলা প্রসাককের কাছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার