ছবি সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা বাজার থেকে নাথপাড়া ও জিনুহার-দুর্গাকাঠি রাস্তা পর্যন্ত থাকা তিনটি লোহার স্লিপার সেতু বর্তমানে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। এই সেতুগুলোতে সুপারিগাছ ও বাঁশের হাতল ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা।
সাগরকান্দা স্কুলের পাশের নাথপাড়ার প্রথম সেতুটি সবচেয়ে নাজুক অবস্থায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুগুলো নড়বড়ে হয়ে পড়েছে। কয়েক বছর আগে বন্যায় প্রথম সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার সেতু মেরামতের নামে লোহার ভিম, অ্যাঙ্গেল ও স্লিপার খুলে নিয়েছিলেন, কিন্তু এরপর কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে বাকি দুটি সেতুও এখন বেওয়ারিশ অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মজিবুর রহমান মৃধা বলেন, “এই পুলের অবস্থা এতই খারাপ যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষ হাসপাতালে নেওয়া যায় না। প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।”
আরেক বাসিন্দা মো. জিয়া উদ্দিন তৌহিদ বলেন, “এই রাস্তা তিনটি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ পথ। পুল না থাকায় আমরা প্রতিদিন জীবনের ঝুঁকিতে চলাচল করছি।”
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পে এই সেতুগুলো নির্মাণের অনুমোদন ছিল। ঠিকাদারী লাইসেন্স সংক্রান্ত মামলা এবং দুর্নীতির জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে যায়।
বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী বলেন, “টেন্ডার হয়েছিল ঠিকই, কিন্তু মামলার কারণে কাজ হয়নি। সেতুর লোহার ভিম ও অ্যাঙ্গেল কারা খুলে নিয়েছে, তা আমার জানা নেই।”
উপসহকারী প্রকৌশলী বিকাশ চন্দ জানান, “কোটি টাকার ওপরে টেন্ডার হয়েছিল। পরে ঠিকাদারী লাইসেন্সে মামলা হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করবেন।”
স্থানীয়রা দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন, নাহলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং তিনটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News