ছবি সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলা এলাকার পদ্মা নদীর চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনা সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নীচ খানপুর এলাকায় ঘটে।
নিহতরা হলেন— চরখানপুরের মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) এবং একই গ্রামের শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩)। আহতরা হলেন— আশরাফ মন্ডলের ছেলে রাকিব হোসেন (১৮) ও চান মন্ডলের ছেলে মুনতাজ মন্ডল (৩২)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুল হোসেনের মরদেহও বর্তমানে রামেকের মর্গে রয়েছে।
জানা গেছে, সকালে নিহত ও আহতরা পদ্মার চরে খড় কাটার জন্য যান। এ সময় কাকন বাহিনী সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থল থেকে চারজন গুলিবিদ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আমান মন্ডল মারা যান, পরে নাজমুল হোসেনকে রামেকে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত আমান মন্ডলের বাবা মিনহাজ মন্ডল বলেন,
“চরে পতিত জমিতে খড় কাটতে যায় আমার ছেলে সহ কয়েকজন। কাকন বাহিনীর লোকজন এসে অতর্কিতভাবে গুলি চালায়। এতে দুইজন নিহত হয়েছেন।”
স্থানীয় বেলাল হোসেন বলেন,
“চরে খড় কাটার সময় কাকন বাহিনী প্রভাব বিস্তার করে জমি দখলের চেষ্টা করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। আহত ও নিহতদের মধ্যে কেউ লালপুরের নয়, ঘটনা কুষ্টিয়ার দৌলতপুর চরে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল জানান,
“নিহত ও আহতদের শরীরে অসংখ্যা গুলির চিহ্ন পাওয়া গেছে। তাদের রাজশাহী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
পুলিশ জানায়, ঘটনার স্থান প্রশাসনিকভাবে বাঘা থানা এলাকায় নয়, বরং লালপুর ও দৌলতপুরের সংলগ্ন চরের এলাকায় ঘটেছে। তিনটি থানার পুলিশই ঘটনাস্থল ও বাস্তব পরিস্থিতি যাচাই করছে।
এ ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা ও দ্রুত বিচার দাবি করেছেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News