ছবি সংগৃহীত
আমদানি-রফতানি বাণিজ্যে ভোগান্তি ও দুর্নীতি কমাতে নতুন সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশের পাশাপাশি দুই শতাধিক দেশ ব্যবহার করে হারমোনাইজড সিস্টেম বা এইচএস কোড, যা পণ্যের সঠিক সনাক্তকরণ এবং শুল্ক আদায়ে ব্যবহৃত হয়।
বাংলাদেশে এই কোড ৮ সংখ্যার, যার প্রথম চার সংখ্যায় দেখানো হয় পণ্যের সমজাতীয় পরিচিতি, আর শেষ চার সংখ্যায় নির্দিষ্ট পণ্যের পরিচিতি। তবে ফাস্ট ফ্যাশনের যুগে নতুন কাঁচামাল ও আনুসঙ্গিক পণ্যের জন্য এই কোড জটিলতা সৃষ্টি করত। অনেক সময় প্রচলিত কোডে কোনো পণ্য চিহ্নিত না হওয়ায় খালাস আটকে যেত।
এমন জটিলতার কারণে ব্যবসায়ীরা দীর্ঘসূত্রতায় ক্রয়াদেশ হারাতেন বা বড় অংকের জরিমানা দিতে হতো। বিশেষ করে বন্ড লাইসেন্সধারীরা, যারা পণ্য রফতানির শর্তে বিনাশুল্কে কাঁচামাল আমদানি করেন, তাদের জন্য এবার বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর।
৯ সেপ্টেম্বর জারি করা এসআরও অনুযায়ী—
এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে।
কোনো কাঁচামাল এইচএস কোডে না থাকলে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে।
ব্যবসায়ীরা মনে করছেন, এটি পণ্য বৈচিত্র্যকরণ ও খালাস প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী পরিচালক ফজলে এহসান শামীম বলেন—
“এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিললেই পণ্য খালাসের সুযোগ ব্যবসায়ীদের হয়রানি কমাবে। অর্থ ও সময় দু’ই বাঁচবে।”
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক মজুমদার আরিফুর রহমান বলেন—
“আগে কোনো একটি কোডের কারণে পণ্য আটকে থাকত এবং অতিরিক্ত টাকা দিতে হতো। এখন সুবিধা পেয়ে আমরা স্বস্তিবোধ করছি। কাস্টমসকে আর বাড়তি টাকা দিতে হবে না।”
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর মন্তব্য করেন—
“এনবিআর যে এইচএস কোড ব্যবহার করছে, তা আন্তর্জাতিক কোডের সঙ্গে সমন্বয় থাকতে হবে। একই ধরনের কোড নিশ্চিত করতে পারলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”
এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য খালাস প্রক্রিয়া সহজ করা, সময় ও অর্থ সাশ্রয় করা এবং আমদানি-রফতানি ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করতে সহায়ক হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News