ছবি সংগ্রহীত
আওয়ামী লীগকে আর রাজনীতির মাঠে দাঁড়াতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেছেন, শেখ হাসিনাসহ দলটির এক লাখেরও বেশি নেতাকর্মী বর্তমানে দিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম অভিযোগ করেন, বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, "এগুলো করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছিল। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে গুমের আদেশ দেওয়া হয়েছিল।"
তার ভাষ্যমতে, সারা দেশে 'আয়নাঘর' নামে গোপন নির্যাতন কেন্দ্র ছিল, যেখানে বিরোধী মতাদর্শের লোকজনকে আটক রেখে নিখোঁজ করা হতো। অনেককে গুম করে ভারতে পাচার করা হতো বলেও দাবি করেন তিনি।
গুমের সঠিক সংখ্যা এখনো জানা না গেলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি। মাহফুজ আলম বলেন, "শুধু বিএনপি-জামাত নয়, ভিন্ন মতাদর্শের সবাই ছিল শেখ হাসিনার শাসনের ভিকটিম।"
আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতে অবস্থান নেওয়ার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, "শেখ হাসিনা এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তাদের আর কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না।"
তার এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতি আরও সংঘাতময় হয়ে উঠতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News