ছবি সংগ্রহীত
আজ সোমবার (২৪ মার্চ), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকার শেষে তাসমিয়া প্রধান গণমাধ্যমের সাথে কথা বলেন।
তিনি বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও ভারতীয় প্রভাবমুক্ত। বিগত ১৭ বছর ধরে নির্বাচনে বাইরে থেকে হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, যা আর হতে দেয়া উচিত নয়।” তাসমিয়া প্রধান বিশ্বাস ব্যক্ত করেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।
তিনি আরও জানান, “এছাড়াও আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে, আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরিয়ে পেয়েছে। আমরা হাইকোর্টের রায়ের পর এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।"
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করেছিল, তবে গত সপ্তাহে হাইকোর্টের রায়ে দলটির নিবন্ধন পুনর্বহাল হয়।
এছাড়া, তাসমিয়া প্রধান বলেন, “আমরা নির্বাচনে সকল দলের সহযোগিতা চাই এবং আমাদের দলও সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News