ছবি সংগ্রহীত
"বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। তিনি বলেন, ‘কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না।’
আজ (২৫ মার্চ) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) ভবনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘২৫ মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের নিরীহ মানুষদের ওপর ঝাপিয়ে পড়ে, লাখো মানুষের জীবন কেড়ে নেয়। তবে পাকিস্তান এখনও সেই গণহত্যার জন্য ক্ষমা চায়নি।’
তিনি আরও বলেন, ‘এখন কিছু মানুষ, কিছু দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাইছে। লাখো মানুষের আত্মত্যাগ, কোটি-কোটি মানুষের ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা যেন আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা উচিয়ে কথা বলছে।’
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইতিহাস তো ইতিহাসই, কেউ তা বিকৃত করতে পারবে না। আজকের রাত (২৬ মার্চ) আমাদের জন্য কলঙ্ক ও দুঃখময়। ইতিহাসের সত্যকে ভুলে গেলে, আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ভুলে গেলে, আমরা নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলব।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের চরিত্র এমন যে, জনগণের ক্ষোভ দেখা দিলে তারা পালিয়ে যায়। যেমন এবার তারা ভারতে পালিয়ে গেছে।’
বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং ৯ মাস জেলে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মৌলিক সংস্কার প্রথম শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরে বেগম খালেদা জিয়া। বিএনপির হাতেই দেশের মৌলিক সংস্কারের কাজ হয়েছে। আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব দিয়েছি, যা নতুন কিছু নয়।’
শেষে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির আন্দোলনের মধ্যেই দেশের পরিবর্তন এসেছে। আন্দোলন বিএনপির নেতাকর্মীরা শুরু করেছে, হঠাৎ কোনো বিপ্লব হয়নি।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।"
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News