ছবি সংগ্রহীত
বৃহস্পতিবার (২৭ মার্চ) ১২ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বদিউল আলম মজুমদারের কাছে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন, আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রস্তাব জমা দেয়। এসময় সেলিম বলেন, "আমরা নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বিষয়ে একমত, তবে বাকি সংস্কারগুলোর বাস্তবায়ন নির্বাচিত সংসদে হবে, এর জন্য আমরা আলোচনা আহ্বান করেছি।"
তিনি আরও বলেন, কমিশন যে ৮টি প্রস্তাব দিয়েছে, তা নিয়ে আরও আলোচনা করার প্রয়োজন রয়েছে। তবে গণভোট ও রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে ১২ দলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেন সেলিম। তিনি জানান, তাদের কাছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা নেই।
এছাড়া, সেলিম জানিয়েছেন, ১২ দলীয় জোট ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১০টি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টিতে দ্বিমত রয়েছে এবং ৮টি প্রস্তাব নিয়ে পরবর্তীতে আলোচনা হতে পারে। এসময় উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের নেতা মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, শামসুদ্দিন পারভেজ ও আমিনুল ইসলাম।
১২ দলীয় জোটের এই প্রস্তাব এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বিষয়টি এখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনের সঠিক সময় এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য তাদের দাবির বিষয়ে সরকারের অবস্থান পরবর্তী সময়ে পরিষ্কার হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News