মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষঃ ছবি সংগ্রহীত
বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের ঘটনায় বাধা দেওয়ায় দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মিঠাখালী সাতঘরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মোংলা থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে মামুনের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল জোরপূর্বক ঘের দখলে যায়। এসময় বাধা দিতে গেলে ননী গোপালসহ দুজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
গুরুতর আহত ননী গোপালকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মিঠাখালী ইউনিয়নের সজল মজুমদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, “ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News