চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর ঃ ছবি সংগ্রহীত
বাংলাদেশে চাঁদ দেখা গেছে, আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এই ঘোষণা দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, এবং তাই আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রতি বছর ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিন হয়, তাই ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্যাপিত হচ্ছে।
এদিকে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু এলাকাতেও ঈদ উদ্যাপিত হচ্ছে।
তবে, বাংলাদেশের মতো ৩১ মার্চ ঈদ উদ্যাপন করবে ইন্দোনেশিয়া, ওমান, ভারত, পাকিস্তান, ব্রুনাইসহ বেশ কিছু দেশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News