ছবি সংগ্রহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় শালিস বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ ও টেঁটাযুদ্ধে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার তেঘরিয়া পূর্ব হাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানরত লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের লিটন মিয়া ও মুহিত মিয়ার অনুসারীদের মধ্যে ভাঙারি ব্যবসার লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ বিষয়ে মীমাংসার জন্য আজ সকালে গ্রামে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়।
তবে, শালিস চলাকালীন তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। শত শত লোক দেশীয় অস্ত্র, বিশেষ করে টেঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী মিয়া জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News