রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধানপুর গ্রামের ‘বয়স্ক প্রতিবন্ধী নিরাশ্রয় বৃদ্ধবৃদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে’ রয়েছেন ৫০ বছর বয়সী বিলকিস আরা রানী। আট মাস ধরে এখানে থাকা এই মা এখনও আশায় বুক বাঁধেন—একদিন হয়তো ছেলে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে।
একসময় যে ঘরে ঈদের আনন্দে মেতে উঠতেন, আজ সেই উৎসব কেটে যাচ্ছে বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ পরিবেশে। ছেলের সংসারের অশান্তির কথা ভেবে বাড়ি ফেরা হয়নি তাঁর। তিনি বলেন, “আমি চাই ছেলেরা ভালো থাকুক। পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করি। কষ্ট লেগেছে, কিন্তু তা চেপে রেখেছি।”
একই অবস্থা ৬৫ বছরের সুফিয়া বেগমেরও। ছেলের আহ্বান সত্ত্বেও তিনি ফিরতে চাননি। ছেলের বউয়ের নির্যাতনের কথা শুনে নিজেই এসেছেন এই বৃদ্ধাশ্রমে। তাঁর কথায়, “আমার ব্যাটারা দেখে, কিন্তু বউয়েরা দেখে না। তাই এখানে চলে আসলাম। এখানে সবার সাথে ভালো আছি।”
বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা নাসির উদ্দিন জানান, এখানে বর্তমানে ৯ জন বৃদ্ধ-বৃদ্ধা বিনা খরচে থাকছেন। ঈদের দিন তাঁদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। তবে পঙ্গু শিশু নিকেতনের সভাপতি মো. মুরছালাত জানান, সরকারি কোনো সহায়তা না থাকায় প্রাতিষ্ঠানিক আয়ের মাধ্যমেই বৃদ্ধাশ্রমের ব্যয় চালানো হয়।
বৃদ্ধাশ্রমে থাকা এই মায়েরা শুধু একটি চাওয়া রাখেন—তাঁরা যেন সন্তানদের কাছে বোঝা না হন। সময়ের ফেরে যাঁরা আজ দূরে, হয়তো কোনো একদিন তাঁদের সন্তানরা আবার ফিরে আসবে মায়ের কোলের টানে—এই আশাতেই দিন গুনছেন তাঁরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News