গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাইঃ ছবি সংগ্রহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ৪টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, পাশাপাশি আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু এবং দগ্ধ হয়েছে আরও কয়েকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা ভয়াবহ রূপ নেয়। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মুক্তি মাহমুদ জানিয়েছেন, প্রাথমিক হিসাবে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডে আব্দুস সোবাহানের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। বসতভিটা হারিয়ে তাঁরা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সহায়তা পাওয়ার আশায় রয়েছে। স্থানীয় প্রশাসন এবং মানবিক সংগঠনগুলো এগিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News