ছবি সংগ্রহীত
মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তরপূর্বাঞ্চলের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এরপরের ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
শুক্রবার (৪ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের দিন, শনিবার (৫ এপ্রিল) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
রবিবার (৬ এপ্রিল) থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বজ্রপাতের সময় সতর্ক থাকতে এবং খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলতে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News