জামায়াত আমিরের দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বানঃ ছবি সংগ্রহীত
আজ (২৪ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে।’’
এই অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’’
ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে আরও বলেন, ‘‘১৯৭১ সালের ২৬ মার্চ, মুক্তিযুদ্ধের সময়, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনগণ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।’’ তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এবং একটি ক্ষুধা-দারিদ্র্য ও দুঃশাসন মুক্ত দেশ প্রতিষ্ঠা। লাখো মানুষের আত্মত্যাগে দেশ স্বাধীনতা লাভ করেছে।
তবে স্বাধীনতার ৫৪ বছর পর আজও দেশের মানুষের বহু প্রত্যাশা পূর্ণ হয়নি বলে দাবি করেছেন জামায়াত আমির। তিনি আরও বলেন, ‘‘গত জুলাই মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।’’ তিনি স্বাধীনতার অর্জন এবং গণ-আন্দোলনের সাফল্য তুলে ধরে বলেন, ‘‘দেশবাসী এখন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং কথা বলার অধিকার ফিরে পেয়েছে।’’
ডা. শফিকুর রহমান দাবি করেন, ‘‘দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল এবং পতিত সরকারের দোসররা ছাত্র-জনতার এই গণআন্দোলনকে ব্যর্থ করার জন্য বিদেশি শক্তির সহায়তায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘‘মহান স্বাধীনতা দিবসে আমরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ত্যাগী জনগণ, এবং গত জুলাইয়ের গণ-আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’’ তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এটি ছিল জামায়াত আমিরের বিবৃতির সারাংশ, যারা দেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News