ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 05:06 AM, 27 March 2025.
Digital Solutions Ltd

"ক্রিকেট নয়, ব্যাটিং বলেও ডাকতে পারেন: রাবাদার কঠোর সমালোচনা"

Publish : 05:06 AM, 27 March 2025.

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

এ আইপিএল ২০২৫ আসর শুরু হওয়ার আগে থেকেই আলোচনা চলছে ৩০০ রানের মাইলফলক নিয়ে। এবার কি ২০ ওভারের ম্যাচে তিনশ রান দেখা যাবে? এই প্রশ্ন নিয়ে চলছিল জল্পনা, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা।

এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন রাবাদা, এবং তিনি এবারের আইপিএল আসরের শুরুতেই এমন এক প্রবণতার সমালোচনা করেছেন, যেটি ক্রিকেটকে আরও ব্যাটিং নির্ভর করে তুলেছে। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচেই ৩০০ রানের মাইলফলকের খুব কাছে চলে গিয়েছিল, আর এই ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি রাবাদার।

ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাবাদা বলেছেন, "খেলাটা যেভাবে চলতে চলতে আরও ব্যাটিং নির্ভর হয়ে উঠছে, আমি মনে করি আমাদের এটিকে 'ক্রিকেট' না বলে 'ব্যাটিং' বলেও ডাকতে পারেন।" তিনি আরও বলেন, “ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য থাকা উচিত। শুধুমাত্র একপেশে ফলাফলের দিকে এগিয়ে গেলে খেলাটির মজা নষ্ট হয়ে যাবে।”

রাবাদা আরও বলেন, “অবশ্যই আপনি হাই-স্কোরিং ম্যাচগুলো দেখতে ভালোবাসেন, কিন্তু সেই সঙ্গে লো-স্কোরিং ম্যাচেরও আলাদা মজা রয়েছে। কিন্তু আমরা পুরো খেলা যেন একপাশেই চলে যাই, এমন পরিস্থিতি তৈরি করতে পারি না। ব্যাট আর বলের মধ্যে একটা সঠিক ভারসাম্য দরকার।”

এর আগেও সানরাইজার্স হায়দরাবাদ তাদের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বেশ আলোচিত হয়েছিল। এই দলের অনেকের ধারণা ছিল, তারা প্রথম দল হিসেবে আইপিএলের ইতিহাসে ৩০০ রানের মাইলফলক অতিক্রম করবে। তবে এবারের আইপিএল আসরে সানরাইজার্স তাদের প্রথম ম্যাচেই ৩০০ রানের খুব কাছে চলে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ২৮৬ রানে থেমে যায়। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এদিকে, প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইনও মনে করেন, ১৭ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদ ৩০০ রান করতে পারে।

সাম্প্রতিক আলোচনা থেকে এটা স্পষ্ট যে রাবাদা এবং আরও কিছু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে, ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে, নাহলে খেলাটির আকর্ষণ কমে যাবে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা