ছবি সংগ্রহীত
হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। সবার দোয়ায়, আল্লাহর রহমতে এখন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তামিমের পাশে ছিলেন যিনি, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তামিম তার সামাজিক মাধ্যমের পোস্টে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন, সংকটকালীন সময়ে তাকে সঠিক সিপিআর দিয়ে বাঁচিয়েছেন ক্রীড়া ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।
গত ২৪ মার্চ, সাভারে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অসুস্থতার কারণে নিজ গাড়িতে দ্রুত কেপিজে হাসপাতালে যান, এরপর সেখান থেকে চিকিৎসা নিয়ে মাঠে ফিরে আসেন। তবে, দ্বিতীয় দফায় তামিমের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে দ্রুততার সাথে তাকে আবার কেপিজে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে তাকে সিপিআর দিয়ে এবং ডিসি শক দিয়ে চিকিৎসকদের দল সচল অবস্থায় আনে। এরপর তামিমের এনজিওগ্রাম করে ব্লক হয়ে যাওয়া ধমনিতে রিং (স্টেন্ট) বসানো হয়।
তামিম তার সামাজিক পোস্টে জানান, যদি ট্রেইনার ডালিম সঠিকভাবে সিপিআর না দিতেন, তবে হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হতো না। তিনি জানান, "আমার পাশে যেসব মানুষ ছিলেন, তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। ডালিম ভাইয়ের সঠিক সিপিআর আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে।" তামিম আরও জানান, কেপিজে হাসপাতালের চিকিৎসক দল এবং অন্যান্য স্টাফদের প্রতি তার কৃতজ্ঞতার কথাও। তিনি বলেন, "তাদের পেশাদারিত্ব এবং আন্তরিকতায় আমি নতুন জীবন পেয়েছি।"
তামিমের এই দুর্ঘটনা দেশজুড়ে ব্যাপক চিন্তার সৃষ্টি করেছিল। দেশের বাইরে থেকেও অনেক ক্রীড়াবিদ তার জন্য প্রার্থনা করেছিলেন। তবে, তিনি এখন সুস্থ হলেও, চিকিৎসকরা জানিয়েছেন তাকে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে। তামিম এসময় তার পোস্টে সবার কাছে প্রার্থনা চেয়েছেন, যাতে তার শারীরিক অবস্থা আরও উন্নতি হয়।
তামিম লিখেছেন, “ধন্যবাদ দেওয়ার তালিকা শেষ হওয়ার নয়, অনেকেই নানাভাবে আমাকে সাহায্য করেছেন। তবে, তারা কখনো ধন্যবাদ পাওয়ার আশায় কিছু করেননি। তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।”
তামিম এখন একটু সুস্থ, তবে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। তিনি শঙ্কিত, আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, তার জন্য আরও ৩-৪ মাস অপেক্ষা করতে হবে।
তিনি সবাইকে ভালোবাসা এবং শান্তির কামনা করেছেন, এবং সবাইকে তার পরিবারের জন্য প্রার্থনায় রাখার আহ্বান জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News