মাদারীপুরে দেহ ব্যবসার অভিযোগে ৯ জন আটকঃ ছবি সংগ্রহীত
মাদারীপুরে দেহ ব্যবসার অভিযোগে একটি আবাসিক ভবন থেকে ৫ নারী ও ৪ যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশের 'আকন্দ ভিলা' থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ভবনের তিনতলায় কিছু নারী দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা বিষয়টি পুলিশকে জানালে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, 'অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
স্থানীয়রা জানান, ওই ভবনটি দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপে ব্যবহার হয়ে আসছিল, তবে এখন এটি পুলিশের নজরে এসেছে। পুলিশের আশ্বাস, আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের কার্যকলাপ রোধ করা হবে।
এ ঘটনাটি এলাকার মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে, এবং স্থানীয়রা আশা করছেন যে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News