ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যঃ ছবি সংগ্রহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালের উজিরপুর থেকে সোমবার রাতে গ্রেপ্তার হন মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামে ওই ইমাম। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম অভিযোগ করেন, ৫ এপ্রিল ওই ইমাম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এই মন্তব্যের পর বিএনপি দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এরপরে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মুফতি এবাদুল ইসলাম ফরিদীকে ঢাকার আদালতে পাঠানো হয়, যেখানে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চরম অস্বস্তি তৈরি হয়েছে। আরও তথ্য সংগ্রহ করতে তদন্ত চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News