ছবি সংগৃহীত
কুষ্টিয়ার খোকসা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ঘুষ, দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে ব্যাপক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ মিলেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা—কার্যালয়ের নৈশপ্রহরীর পকেট থেকে পাওয়া গেছে ৪০ হাজার টাকা!
দুদকের কর্মকর্তারা জানান, তল্লাশির সময় নৈশপ্রহরী হারুনার রশিদের পকেটে এই নগদ অর্থ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে হারুন দাবি করেন, "টাকাগুলো আমার ব্যক্তিগত ব্যবসার জন্য। এগুলো ঘুষ নয়।" দুদক অবশ্য তাকে উৎসের লিখিত প্রমাণ দিতে বলেছে।
অভিযানকালে দুদক কর্মকর্তা জানান, সাব-রেজিস্ট্রার রাসেল মল্লিক সপ্তাহে মাত্র একদিন খোকসায় দায়িত্ব পালন করেন। অথচ বাকি দিনগুলোতে সেবা প্রার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূত অর্থ আদায় করা হয়। সেবাগ্রহীতাদের অভিযোগ—প্রতিটি কাজেই অতিরিক্ত টাকা দিতে হয়, আর অফিসের বাইরে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট।
অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় রেজিস্ট্রির ফটোকপি ও হিসাব রেকর্ডপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছেন দুদকের কর্মকর্তারা। তারা জানান, আদায়কৃত সরকারি ফি রোজ রেকর্ড করা হচ্ছে না, বরং একত্রে পরে রেজিস্টারে তোলা হয়—যা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে বড় ধরণের ঘাটতি।
অভিযোগ প্রসঙ্গে সাব-রেজিস্ট্রার রাসেল মল্লিক বলেন, “অফিসের বাইরে কে কী করছে, সেটা আমি বলতে পারি না। তবে অফিসের ভেতরে কোনো ঘুষ নেওয়া হয় না, সরকারি ফির বাইরে কোনো টাকা নেওয়া হলে রশিদও দেওয়া হয়।”
অন্যদিকে নৈশপ্রহরী হারুন বলেন, “আমি গরিব মানুষ। দিনের বেলাতেও অফিস করি, মুহুরি ও দলিল লেখকেরা কিছু টাকা-পয়সা দেন। ওই টাকাগুলো ঘুষ নয়, আমার নিজের আয়।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই দলিল লেখক, স্ট্যাম্প বিক্রেতা ও প্রভাবশালীদের নিয়ে একটি চক্র নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। দলিলের বানান ভুল হোক বা তথ্য সংশোধন—সব কিছুতেই দিতে হয় ঘুষ। এমনকি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকারও বেশি লেনদেন চলছে বলেও অভিযোগ রয়েছে।
দুদক জানিয়েছে, এই অভিযানের রিপোর্ট কমিশনে জমা দেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News