ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:45 AM, 18 April 2025.
Digital Solutions Ltd

ওয়াসার পানিতে পোকা-ময়লা, সুপেয় জলের সন্ধানে নাকাল রাজধানীবাসী

Publish : 02:45 AM, 18 April 2025.
ওয়াসার পানিতে পোকা-ময়লা, সুপেয় জলের সন্ধানে নাকাল রাজধানীবাসী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে পাওয়া যাচ্ছে পোকা, ময়লা ও দুর্গন্ধ। শুধু খাওয়ার অনুপযোগী নয়, দৈনন্দিন ব্যবহারের কাজেও পানিটি ব্যবহারে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। অভিযোগের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

খিলগাঁও, মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা ও যাত্রাবাড়ী—এমন নানা এলাকা থেকে মিলছে একের পর এক অভিযোগ। তিলপা পাড়ার বাসিন্দা মর্জিনা আক্তার বলেন, “কল খুললেই লালচে ছোট পোকা আর কালো ময়লা আসে। দুর্গন্ধ এমন যে নাক চেপে রাখতে হয়।” রান্না, গোসল এমনকি কাপড় ধোয়ার মতো সাধারণ কাজেও পানিটি ব্যবহার করতে ভয় পাচ্ছেন অনেকে।

ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এ কে এম শহীদ উদ্দিন জানান, ওয়াসার পানি ছাড়ার আগে পরীক্ষা করা হয় এবং সেখানে কোনো পোকা মেলেনি। তার দাবি, বাসার ছাদের ট্যাংক বা সংরক্ষণাগার অপরিষ্কার থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, পরিষ্কার ট্যাংক থেকেও একই সমস্যা হচ্ছে, যা ওয়াসার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে।

মুগদার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “প্রথমে মনে করতাম নিজের ট্যাংক পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে। কিন্তু এবার পরিষ্কারের পরও একই অবস্থা।” তিনি জানান, “এটা এখন ওয়াসার লাইন থেকেই আসছে, পরিষ্কার পানি পাওয়ার অধিকার কি আমরা হারিয়ে ফেলেছি?”

শুধু দায়সারা বক্তব্যে নয়, কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন নগরবাসী। তাদের মতে, পানি জীবনের অপরিহার্য উপাদান—এর মান নিয়ন্ত্রণে অবহেলা কোনোমতেই মেনে নেওয়া যায় না। একজন ভুক্তভোগী বলেন, “ওয়াসা যদি নিজেই পরীক্ষা করে পোকা না পায়, তাহলে আমাদের মোবাইলের ভিডিও প্রমাণ হিসেবে দেবে।”

পানির এই সংকটে নাকাল রাজধানীবাসী চাইছেন, ওয়াসা যেন আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও প্রযুক্তিনির্ভর উপায়ে পানির মান নিশ্চিত করে। শুধু বক্তব্য নয়, প্রয়োজন মাটির কাছাকাছি নেমে বাস্তব সমাধান।

 

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত শিরোনাম পিএসএলের পর এবার রিশাদে চোখ পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের শিরোনাম চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ, ১২ ঘণ্টা পরও সন্ধান মেলেনি শিরোনাম গাজায় আবারও ইসরাইলি হামলা, প্রাণ গেল ৬৪ ফিলিস্তিনির শিরোনাম "নতুন করে পথচলা: গাউছিয়ার সাফল্যে Search BD News-এর অভিনন্দন" শিরোনাম বিশ্বকাপ নিশ্চিতের পথে বাংলাদেশ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু