ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:11 AM, 19 April 2025.
Digital Solutions Ltd

পিএসএলের পর এবার রিশাদে চোখ পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের

Publish : 06:11 AM, 19 April 2025.
পিএসএলের পর এবার রিশাদে চোখ পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। মাত্র দুই ম্যাচেই দারুণ বল করে মন জয় করেছেন পাকিস্তানি দর্শক থেকে শুরু করে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর। এখন শুধু পিএসএল নয়, রিশাদকে দলে পেতে আগ্রহী বিশ্বজুড়ে নামকরা টি-টোয়েন্টি লিগের দলগুলো।

ক্রিকেট বিশ্বে বাংলাদেশি লেগস্পিনারদের সংখ্যা বরাবরই হাতে গোনা। কিন্তু রিশাদ সেই শূন্যতাই যেন পূরণ করতে এসেছেন। গতি, বৈচিত্র্য আর বুদ্ধিদীপ্ত গুগলিতে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করছেন তিনি। দুই ম্যাচে ৬ উইকেট—৩১ রানে ৩ উইকেট কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, এরপর করাচি কিংসের বিপক্ষে মাত্র ২৬ রান খরচায় আরও ৩ উইকেট। এই ধারাবাহিকতায় লাহোর কালান্দার্সের টানা দুটি জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পর থেকেই তাকে নিয়ে আগ্রহ ছিল, কিন্তু পিএসএলে মাঠে সেই আলো ছড়িয়ে এবার আরও বেশি নজর কেড়েছেন। ফলে আইপিএল বাদেও বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, জিম-আফ্রো টি-টেন এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্ল্যাস্ট—সবখান থেকেই আসছে আগ্রহের বার্তা।

অনেকেই মনে করছেন, মোস্তাফিজ ও সাকিবের পরে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের নতুন মুখ হতে যাচ্ছেন রিশাদ। বিশেষ করে বিসিবি থেকে এনওসি জটিলতা ও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে যে জায়গাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের তেমন নিয়মিত দেখা যেত না, সেখানে রিশাদ নিজেকে প্রমাণ করে নতুন এক আশার আলো দেখিয়েছেন।

আগামী ২২ এপ্রিল রিশাদের পরবর্তী ম্যাচ মুলতান সুলতান্সের বিপক্ষে। সেখানেও নিজের ছন্দ ধরে রাখার চেষ্টা করবেন টাইগার স্পিনার। ক্রিকেট বিশ্লেষক ও ভক্তরা বলছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে রিশাদ খুব দ্রুতই হয়ে উঠতে পারেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত নাম।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল শিরোনাম ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশন: বিশ্ববাসীর প্রতি আহ্বান শিরোনাম বৃষ্টিতে ভিজে কারাগারে মানবেতর পরিবেশে জুনায়েদ আহমেদ পলক শিরোনাম সকালে খালি পেটে বেল খাওয়ার উপকারিতা: কীভাবে শরীর উপকৃত হয়? শিরোনাম আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতি: কৃতজ্ঞতার শিক্ষা