আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতিঃ ছবি সংগৃহীত
বিশ্বস্ত আল্লাহর নিয়ামত ও মানুষের অজ্ঞতা—এটি এমন একটি বিষয় যা প্রতিনিয়ত আমাদের সামনে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তবে তিনি একা রেখে যাননি। বরং আকাশ-জমিনের সবকিছুই আমাদের উপকারে নিয়োজিত করেছেন। তবে, এই অফুরন্ত নিয়ামতের জন্য আমাদের মনে কৃতজ্ঞতা থাকা জরুরি।
আল্লাহ পবিত্র কোরআনে বলেন, "তোমরা কি লক্ষ্য করনি? আল্লাহ আকাশ ও পৃথিবীতে যা কিছু রেখেছেন, সব কিছুই তোমাদের উপকারে নিয়োজিত করেছেন। তিনি তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত দিয়েছেন।" (সূরা লুকমান, আয়াত ২০)
এ আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে, সূর্য, চন্দ্র, বৃষ্টি, বাতাস, প্রাণী, উদ্ভিদ—সব কিছুই আমাদের কল্যাণে রয়েছে। এর পাশাপাশি আল্লাহ আমাদের অভ্যন্তরীণ নিয়ামতও দিয়েছেন—যেমন, জ্ঞান, বিবেক, হৃদয়বোধ, এবং বাহ্যিক নিয়ামত যেমন, রিজিক, স্বাস্থ্য, পরিবার ইত্যাদি।
এতসব নিয়ামত সত্ত্বেও অনেক মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকে। তারা এমন বিতর্কে লিপ্ত হয় যা কেবল অজ্ঞতা ও পথভ্রষ্টতার প্রতীক। আল্লাহর দেওয়া এই অফুরন্ত নিয়ামত যদি আমরা চিনতে পারি এবং তার প্রতি কৃতজ্ঞ থাকি, তাহলে সঠিক পথ অবলম্বন করা আমাদের জন্য সহজ হবে। রাসূলুল্লাহ সা. বলেছেন, "যে ব্যক্তি মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।" (তিরমিজি: ১৯৫৪)
এ থেকে শিক্ষা নিতে হবে—আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, জ্ঞান ও হেদায়াতের পথে থাকা এবং অজ্ঞতা ও অহঙ্কারমূলক বিতর্ক থেকে দূরে থাকা। কেবল বাহ্যিক নয়, আমাদের হৃদয়ের গভীরতেও আল্লাহর নিয়ামতের ছাপ রয়েছে।
এই চিন্তা আমাদের জন্য একটি দৃষ্টিভঙ্গি—আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকুন, এবং আল্লাহর হেদায়াতের আলো অনুসরণ করুন। কেবল তখনই আমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপহারগুলো উপলব্ধি করতে পারব এবং তা গ্রহণ করতে পারব।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News