টেস্টে বদলের বার্তা শান্তর কণ্ঠেঃ ছবি সংগৃহীত
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তিনি শুধু একটি সিরিজের জন্যই দলের নেতৃত্বে আছেন—তবে এই সীমাবদ্ধ সময়েও তিনি টেস্ট দলকে বদলে দিতে চান নতুন এক আত্মবিশ্বাসে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সিলেটে শুক্রবার সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, “এ সিরিজ পর্যন্তই আছি আপাতত।”
তবে কণ্ঠে ছিল ভিন্ন এক প্রত্যয়—পরিচিত টেস্ট সংস্কৃতিতে আমূল পরিবর্তনের বার্তা। দীর্ঘ দিন ধরেই নেতৃত্বে থাকা শান্ত স্পষ্ট করেই বললেন, “এত বছর টেস্ট খেলার পরও যখন সংস্কৃতি নিয়ে আলোচনা করতে হয়, সেটা কষ্টদায়ক।”
গত এক বছরে টেস্টে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। “আমরা ১২টা টেস্টে ৪টা জিতেছি, এর মধ্যে পাকিস্তানে দুটি, ওয়েস্ট ইন্ডিজে একটি এবং সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জয় ছিল উল্লেখযোগ্য।”
নতুন কোচের সঙ্গে ইতিবাচক আলোচনা এবং পরিকল্পনার কথাও জানান শান্ত। তার ভাষায়, “কোচের নিজস্ব কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমাদের সাথেও ভাগ করেছেন। খেলোয়াড়রাও মত দিয়েছে। আশা করি, আগামী পাঁচ-ছয়টি টেস্টে নতুন কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ।”
‘নতুন কিছু’ বলতে শান্ত বোঝাতে চেয়েছেন শুধু রণকৌশলের পরিবর্তন নয়, বরং মানসিকতা ও শরীরী ভাষারও রূপান্তর। শান্তর ভাষায়, “আমরা এখন থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলতে চাই। কোনো স্বার্থান্বেষী ক্রিকেট খেলার জায়গা নেই এখানে।”
তিনি মনে করেন, দলের মধ্যকার লড়াকু মানসিকতাই টেস্টে উন্নতির মূল চাবিকাঠি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয়কে উদাহরণ হিসেবে টেনে বলেন, “সেদিন দলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল চাঙা, জয়ের ক্ষুধায় ভরা। এটাই চাই প্রতিটি ম্যাচে।”
রানার জন্য তার পরামর্শ, “১৪০ কিলোমিটার গতির নিচে যেন না নামে”—এই মন্তব্যও দলকে প্রতিযোগিতামূলক এবং আক্রমণাত্মক রাখার বার্তাই দেয়।
সবশেষে শান্ত বলেন, “গত দুই দশকে টেস্টে খুব বেশি উন্নতি হয়নি। এখন কিছু জায়গায় পরিবর্তন জরুরি। এই বদলই আমাদের সামনে এগিয়ে নিতে পারে।”
বাংলাদেশ টেস্ট দলের সামনে তাই শুধু জিম্বাবুয়েকে হারানোর লড়াই নয়—নিজেদের নতুন করে গড়ার চ্যালেঞ্জও। শান্তর কণ্ঠে ভরসা, নেতৃত্ব ও সংকল্পের নতুন সুর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News