ছবি সংগৃহীত
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তবে খুব দ্রুতই ১ রানের ব্যবধানে দুজনেই আউট হয়ে ফিরেছেন।
অপরাজিত থাকা অবস্থায় দুই ওপেনারের মধ্যে দেখা গিয়েছিল দৃঢ়তা, কিন্তু জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচি তাদের দুইজনকে তোপের মুখে ফেলেন। প্রথমে সাদমান ইসলাম ক্যাচ দিয়ে আউট হন ৩১ রানে, তারপর মাহমুদুল হাসান জয়ও একইভাবে ৩২ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।
এই মুহূর্তে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে সংকটে পড়েছে, এবং তাদের জন্য প্রয়োজনীয় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়ার জন্য মমিনুল হক ও মুশফিকুর রহিমের ওপর নির্ভরশীল থাকবে দল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News